হারুন ভূঁইয়া সভাপতি, ফাহাদ সোলায়মান সাধারণ সম্পাদক: জ্যাকসন হাইটস বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশন অফ জেবিবিএ’র নতুন কমিটি গঠন
Published On Dec 18, 2021
মো: আলমগীর সরকার, বিজয় টেক: নিউইয়র্কে বাংলাদেশি অধ্যুষিত এলাকা বাংলাদেশিদের সব চেয়ে বড় সংগঠন জ্যাকসন হাইটস বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশন অফ জেবিবিএ’র নতুন কমিটি গঠন করা হয়েছে। গত ১৩ জানুয়ারি বৃহস্পতিবার নবান্ন পার্টি হলে সকল প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের সম্মতিক্রমে দুই বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়। নির্বাচিত সদস্যরা হলেন
সভাপতি: হারুন ভূঁইয়া (খামার বাড়ী), সিনিয়র সহ-সভাপতি: মনসুর চৌধুরী (হাটবাজার), সহ-সভাপতি: বাবু খান (প্রিমিয়াম সুপার মার্কেট), আবু নোমান শাকিল (ইত্যাদি বাজার), জেড আর চৌধুরী লিটু (মামাস রেস্টুরেন্ট), নুরুল আমিন বাবু (ট্রাই বরো রিয়েলিটি),
সাধারণ সম্পাদক: ফাহাদ সোলায়মান (ফাউমা), যুগ্ম সম্পাদক: মো: আবুল কাশেম (মাদানী ডিস্ট্রিবিউটার), মাহমুদ হোসেন বাদশা (এনওয়াই ডেলি অ্যান্ড গ্রোসারী), কোষাধ্যক্ষ: সেলিম হারুন (কর্ণফুলী ট্রাভেলস), সাংগঠনিক সম্পাদক: মোহাম্মদ আলম নমি (এক্সক্লুসিভ অফ পিরান), সাংস্কৃতিক সম্পাদক: এম আর খন্দকার সান্টো (ডিটিএনওআই), সমাজকল্যাণ সম্পাদক: আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক: মাসুদ রানা তপন, প্রকাশনা সম্পাদক: শাহ চিস্তি, প্রচার সম্পাদক: সুবল দেবনাথ, মহিলা বিষয়ক সম্পাদক: নিলুফার শিরীন, সদস্য হলেন কামরুজ্জামান বাচ্চু, সাজ্জাদ হোসেন, মাসুম বেপারী, সনাতন শীল, মোরশেদ এস এম মাসুদ, মোহাম্মদ ইদ্রিস, আবদুল হামিদ, সাখাওয়াত বিশ্বাস, ইশতিয়াক রুমি, আফতাবুর জামান শিমুল, তোহিদুল ইসলাম রনি।
সম্মানিত উপদেষ্টা পরিষদের সদস্য
প্রধান উপদেষ্টা: এম এ আজিজ (ফয়সাল ডেভলপমেন্ট), ফরহাদ রেজা (বাংলাদেশ প্লাজা), নাজমুন নাহার রহমান (মান্নান হালাল সুপারমার্কেট), বদরুল হক (ফুঁড় ডাইনেস্টি), সামিউল হক (সাগর চাইনিজ), এম কে রহমান মাহমুদ (রহমানীয়া ট্রাভেলস), সোহাগ আজম (ইটজি চাইনিজ), জাকির এইচ চৌধুরী (ইয়র্ক হোল্ডিং রিয়েলিটি), রুহুল আমিন সরকার, মঈন চৌধুরী (এটনী এট ল) আজিজুল চৌধুরি মাসুম (মুন লাইট গ্রিল চিকেন)।
পরিচালক মন্ডলী:
মোহাম্মদ পিয়ার (পিয়ার টেক্স).কাজী মন্টু (কে প্যারালিগ্যাল), মহসিন মিয়া (প্লাটিনাম ড্রাইভিং স্কুল), আবুল ফজল দিদারুল ইসলাম (ডিসেন্ট মার্ট আইএনসি), কামরুলজামান কামরুল (দেশি ফুঁড়), মহসিন ননী (হাটবাজার রেস্টুরেন্ট), কাজী শামসুদ্দোহা (এন ওয়াই এম এস), আনোয়ার জাহিদ (সানফ্লাওয়ার মাল্টি সার্ভিস), হোসেন রানা (অবকাশ), রাশেদ আহমেদ (চ্যানেল আই), মোশারফ হোসেন, এম উদ্দীন আলমগীর (উদ্দিন আত্তার করপরেশন)।